আজকের পত্রিকা,
খুলনা বিভাগ,
চতুর্থ পাতা,
প্রচ্ছদ,
সড়ক ও জনপদ
কেশবপুর সংযোগ সড়ক সিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করলেন: পৌর মেয়র
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২০ , ১০:২৯ অপরাহ্ণ | বিভাগ: আজকের পত্রিকা,খুলনা বিভাগ,চতুর্থ পাতা,প্রচ্ছদ,সড়ক ও জনপদ
যশোর জেলা প্রতিনিধি
যশোরের কেশবপুর পৌরসভার সংযোগ সড়ক সিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার ব্রম্মকাটি দফাদার পাড়া জামে মসজিদ হতে আরিফ মোড়লের বাড়ি পর্যন্ত রাস্তাটি সিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। এসময় পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান ও পৌর কাউন্সিলর মনিরা খানম উপস্থিত ছিলেন। এব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম জানান, পৌরসভার ৮ নং ব্রম্মকাটি ওয়ার্ডবাসির দাবীর প্রেক্ষিতে ব্রম্মকাটি দফাদার পাড়া জামে মসজিদ হতে আরিফ মোড়লের বাড়ি পর্যন্ত রাস্তাটি সিসি ঢালাইয়ের কাজ করা হল।
Comments
comments