

সিএমপি কমিশনার মাহাবুবর রহমান করোনামুক্ত
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২০ , ৩:৩৯ অপরাহ্ণ | বিভাগ: আজকের পত্রিকা,করোনা আপডেট,চটগ্রাম বিভাগ,তৃতীয় পাতা,প্রচ্ছদ,প্রশাসন,স্বাস্থ্য

গত ৫ জুন জ্বর আসলে তিনি বাসায় আইসোলেশনে থাকেন। নমুনা পরীক্ষায় ৮জুন রাতে করোনা পজেটিভ রিপোর্ট আসে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তাব দেয়া হলেও তিনি চট্টগ্রামে থেকে চিকিৎসা নেওয়ার পক্ষে মত দেন। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করেন তিনি।সিএমপিতে এর আগে একজন সহকারী কমিশনারসহ দেড় শতাধিক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পুলিশ কমিশনারের নেতৃত্বে নগরীতে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
করোনার শুরু থেকে মানুষকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত থেকে শুরু করে, আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের পরিবহন সুবিধা দিয়ে নানা কর্মকাণ্ডের কারণে প্রশংসিত সিএমপি। দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই আক্রান্ত হয়েছেন। কমিশনারের সুস্থতার খবরে সিএমপিতে স্বস্তি ফিরে এসেছে।
Comments
