

গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২০ , ৭:২৬ অপরাহ্ণ | বিভাগ: আজকের পত্রিকা,চতুর্থ পাতা,নারী ও শিশু,প্রচ্ছদ,রংপুর বিভাগ,স্বাস্থ্য

গাইবান্ধা জেলার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে স্বাধীন মিয়া (৫) ও সিহা আক্তার (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ জুন) দুপরে গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কাটিহারা গ্রামের সিহা আক্তার অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এসময় হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি পাশের পুকুরে সিহা আক্তারের ভাসমান মরদেহ দেখা যায়। পরে মরদেহটি উদ্ধার করে তার স্বজনরা।
অপরদিকে পলাশবাড়ীর সুইগ্রামে আনারুল মিয়ার ছেলে স্বাধীন মিয়া বাড়ির পুকুর পাড়ে খেলছিল। এতে বাড়ির লোকজনের অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা যায় স্বাধীন মিয়া। এরপর স্থানীয় লোকজন এসে ভাসমান মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহারিয়ার বলেন, এমন ঘটনা লোকমুখে শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি। পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান মাসুদ জানান,বিষয়টি শুনেছি থানায় কেহ অভিযোগ করেনি।
Comments
