অপরাধ, আইন ও বিচার, আজকের পত্রিকা, চটগ্রাম বিভাগ, প্রথম পাতা, প্রবাস, ব্যবসাবাণিজ্য
বেশি দামের আশায় গরু বলে ঘোড়ার মাংস বিক্রি !!!


বেশি দামের আশায় গরু বলে ঘোড়ার মাংস বিক্রি !!!
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২০ , ৬:৪৮ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার,আজকের পত্রিকা,চটগ্রাম বিভাগ,প্রথম পাতা,প্রবাস,ব্যবসাবাণিজ্য

আলীহোসাইন স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ
রাঙামাটি শহরে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি করা হয়েছে। আর এ অপরাধে নুরুল আফসার (৪৮) ও আইয়ুব আলী (২৯) নামে দুই মাংস বিক্রেতাকে ৬ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২২ জুন) দুপুরে শহরের রিজার্ভ বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাঙামাটির লংগদু উপজেলাধীন মাইনী থেকে লঞ্চযোগে রিজার্ভ বাজারে এসে গরু বলে ঘোড়ার মাংস বিক্রি করতে থাকেন কারাদণ্ডপ্রাপ্ত ২ ব্যক্তিসহ ৩ জন। এ সময় স্থানীয় কয়েকজন ক্রেতার সন্দেহ হলে ওই দুইজনকে আটক করে জিজ্ঞাসা করা হয়। তখন তারা স্বীকার করেন এগুলো মূলত ঘোড়ার মাংস। বেশি দাম পাওয়ার আশায় তারা এমনটি করেছেন।
পরে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ২ ব্যক্তিকে ৬ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান। এ ঘটনায় অপর মাংস বিক্রেতা জাকির পালিয়ে গেছেন। এই ৩ মাংস বিক্রেতার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
Comments
