

গাজীপুর মহানগরের ২১নং ওয়ার্ডে রাস্তার সংস্কার কাজে র্দূনীত:অভিযুক্ত ঠিকাদার
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২০ , ১১:৫৪ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার,ঢাকা বিভাগ,প্রচ্ছদ

প্রতিবেদক.মিনহাজুর রহমান :
গাজীপুর মহানগর জুড়ে চলছে রাস্তা মেরামত এর কাজ। ২১ নং ওয়ার্ডেও চলছে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড। শালনা-মিরের গাঁও (৪০ ফিট প্রশস্ত, প্রায় সাড়ে ৩ কি:মি) রাস্তায় চলছে পিচ কার্পেটিং। পিচ কার্পেটিং এ চলছে ব্যাপক র্দূনীতি।
২১ নং ওয়ার্ড এর মাননীয় কাউন্সিলর এস এম ফারুক আহম্মেদ কাজ পরিদর্শনে এসে র্দূনীতিগুলো ধরেন। এই ঠিকাদার প্রতিষ্ঠান এর নাম হামিম কন্সট্রাকশন। পিচ ঢালাইয়ের কথা রয়েছে ২.৫ ” সেখানে তারা দিচ্ছে ২” করে।তারা সারাদিন কাজ বন্ধ করে রাতে কাজ শুরু করে।
তারা কাজ করার সময় অনেকগুলো বিদ্যুৎ পিলার ভেঙে ফেলে ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মাননীয় কাউন্সিলর আজ রাতে কাজ পরিদর্শনে এসে এই বিষয়গুলো প্রত্যক্ষ করেন। পরে তিনি প্রশাসন সহ উপরস্থ কর্মকর্তার নিকট অভিযোগ করেন।
Comments
