

মৌসুমী ফল বিতরণের মধ্য দিয়ে সেবা বর্ষের কার্যক্রম শুরু বন্ধন লিও ক্লাবের
পোস্ট করেছেন: বার্তা | প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২০ , ৮:৪১ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,প্রচ্ছদ

লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন বন্ধন লায়ন্স ক্লাবের স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধন ২০২০-২১ সেবা বর্ষের প্রথম দিন মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে মৌসুমী ফল বিতরণের মধ্য দিয়ে সেবা বর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
বুধবার (১জুলাই) দুপুরে নগরীর উত্তর আগ্রাবাদস্থ হাজীপাড়া সুন্নিয়া মসজিদ লাইনে অবস্থিত ফয়যান মাদিনাতুল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এ ফল বিতরণ করা হয়।
মৌসুমী ফল বিতরণ শেষে মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল হালিম মানিকের পরিচালনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে বন্ধন লায়ন্স ক্লাবের ট্রেজারার আবুল খায়ের, বন্ধন লিও ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মারুফ, সেক্রেটারী ইমাম হোসেন, ট্রেজারার সাফায়েত জামিল তনয় উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আগামী সেবা বর্ষের কার্যক্রম সফল ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
Comments
