

প্রফেশনাল ইমেইল এ্যাকাউন্ট Username বাছাই করার কৌশল
পোস্ট করেছেন: বার্তা | প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২০ , ৭:২৮ অপরাহ্ণ | বিভাগ: তথ্য প্রযুক্তি,প্রচ্ছদ

অনেকের হয়তো ইমেইল এ্যাকাউন্ট আছে কিন্তু সেটা আন-প্রফেশনাল। আবার অনেকে নতুন করে প্রফেশনাল ইমেইল এ্যাকাউন্ট খুলতে চান। তাঁদের জন্য প্রফেশনাল ইমেইল Username বাছাই করার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো।
১। চাকরির জন্য ব্যবহারকৃত ইমেইল Username সর্বদা নিজের নামে থাকতে হবে।
২। প্রয়োজনে একটি প্রফেশনাল ইমেইল এ্যাকাউন্ট খুলতে ১ ঘন্টা সময় বিনিয়োগ করুন।
৩। অনেক ক্ষেত্রে আপনার পছন্দমতো নাম (Username) নাও নিতে পারে। সেক্ষেত্রে কমপক্ষে ১০টি সম্ভাব্য প্রফেশনাল নাম (Username) নির্বাচন করে নোট করুন।
৪। এই নোট করতে সবচেয়ে পছন্দের নামটি (Username) উপরে রাখবেন। তারপর এর চেয়ে কম পছন্দের নামটি তার পর পর রাখবেন।
৫। কখনো Adjective (বিশেষণ) দিয়ে আইডি খুলবেন না। যেমন— cool.apel@gmail.com good.apel@gmail.com sweet.suma@gmail.com
৬। ইমেইল এ্যাকাউন্ট এর ক্যারেক্টারস (Username) ছোট বা সংক্ষিপ্ত হলে খুবই ভাল। যেমন— apel@gmail.com
৭। নামের শুরুতে কোনো ডিজিট না বসানোই ভালো। যেমন— 123apel@gmail.com
৮। নামের মধ্যে বা শেষে 0 (জিরো) লেখা যাবে না। কারণ, এই 0 (জিরো) কে অনেক সময় O (ও) ভাবতে পারে। যেমন— apel0123@gmail.com 0apel@gmail.com
৯। তবে 123456789 ডিজিটগুলোর পরে বা মধ্যে 0 (জিরো) লেখা যাবে। যেমন— apel.mahmud204@gmail.com apel.mahmud240@gmail.com
১০। নামের মধ্যে স্পেশাল ক্যারেক্টার- ফুলস্টপ (.) বসিয়েও লেখা যাবে। যেমন— apel.mahmud@gmail.com
১১। Small Letter এল (l), আই (i) এবং ওয়ান (1) একসাথে না রাখাই ভালো। কারণ- l, 1, i দেখতে প্রাই একইরকম। যেমন— apel123@gmail.com apelislam@gmail.com
১২। ছেলে ও মেয়ের নাম একসাথে লেখা যাবে না। যেমন— moumi.apel@gmail.com apel.shahana@gmail.com
আপেল মাহমুদ প্রভাষক
শিক্ষক ও পেশাদারী লেখক, (প্রকাশিত বই ৬টি), মোবাইল: 01736-427 428 ইমেইল: apel4edu@gmail.com
Comments
