

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি’র অভিযানে ৩৪ লাখ টাকার স্বর্ণসহ আটক:১
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২০ , ১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার,নারী ও শিশু,প্রচ্ছদ

এস এম পলাশ সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের এক অভিযানে ৫৯৬ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ এক মহিলাকে আটক করা হয়েছে।
আটককৃতের নাম মোছাঃ আছিয়া বেগম (৬৫)।
তিনি শহরের ইটাগাছা এলাকার মৃত নিয়ামুদ্দিন সরদারের স্ত্রী। বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার ভোমরা ফল মোড় এলাকা থেকে একজন নারীকে আটক করা হয়। পরে তার কাছে পাওয়া যায় ৫৯৬ গ্রাম (৫১ ভরি) ওজনের পাঁচটি স্বর্ণের বার।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খোন্দকার এক প্রেস ব্রিফিংয়ে জানান স্বর্নসহ আছিয়াকে বিজিবি ব্যাটালিয়নে নিয়ে আসা হয়েছে। আটক স্বর্ণের দাম ৩৪ লাখ টাকারও বেশি বলে জানান তিনি।
Comments
