

শ্রীপুরে ফসলের জমিতে ছাগল প্রবেশ করার অপরাধে পিটিয়ে ১ জন কে নিহত
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২০ , ৩:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,কৃষি,বন ও পরিবেশ,শোক

মোঃ আব্দুল বাতেন বাচ্চু :
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মরহুম সরাফত আলীর দ্বিতীয় পূত্র মোঃ আনিসুর রহমান বাচ্চু (৪০) ফসলের জমিতে ছাগল প্রবেশ করাকে কেন্দ্র করে সংঘর্ষের আঘাতে ১৫ দিন পর এক জনের মৃত্যু হয়।
সরেজমিনে গিয়ে যানাযায়, মরহুম আনিসুর রহমান বাচ্চু (৪০) বাড়ির পাশে মামাতো বোনের ক্রয়কৃত জমিতে বিভিন্ন জাতের ফলের চারা রোপন করে জাল দিয়ে বেরা দিয়ে রাখে। যেন গরু ছাগল মহিষ ভেড়া প্রবেশ করে ফলের চারা নষ্ট করতে না পারে। পহেলা জুলাই মরহুম হারান আলীর ছেলে দুলু মিয়ার দুটি ছাগল জালের বেড়ার ভেতরে প্রবেশ করে দশ-বারোটি ফলের চারা নষ্ট করে ফেলে এতে আনিসুর রহমানের স্ত্রী ছাগল দুটো ধরে বাড়িতে নিয়ে আটকে রাখে।
বিকাল তিনটার দিকে দুলু মিয়া ছাগল দুটি ভাড়িতে নিয়ে যায়। সন্ধ্যায় দুলু মিয়া ও তার দলবল নিয়ে আনিসুর রহমানকে এলোপাথাড়ি মারপিট করে। মারপিটের ঘটনাকে কেন্দ্র করে আনিসুর রহমান শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন।
এলোপাথাড়ি মারপিট করার সময় আনিসুর রহমানের মাথায় আঘাত পেলে জখম হয়। এতে আনিসুর রহমানের মাথা ব্যথা করে বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতালে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পরও ব্যথা না কমায় সিটি স্ক্যান করলে মস্তিষ্কে রক্ত জমে আছে তা সিটি স্ক্যান এর রিপোর্ট আসে।
আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ভর্তি করা হবে এমন অবস্থায় আনিসুর রহমানের মৃত্যু হয়।
শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন, ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের স্বজনদের সাথে কথা বলে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Comments
