আজকের পত্রিকা, তৃতীয় পাতা, নারী ও শিশু, প্রচ্ছদ, ময়মনসিংহ বিভাগ, স্বাস্থ্য
জামালপুরের দেওয়ানগঞ্জে আখ ক্ষেত থেকে এক মহিলার লাশ উদ্ধার।


জামালপুরের দেওয়ানগঞ্জে আখ ক্ষেত থেকে এক মহিলার লাশ উদ্ধার।
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২০ , ১২:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: আজকের পত্রিকা,তৃতীয় পাতা,নারী ও শিশু,প্রচ্ছদ,ময়মনসিংহ বিভাগ,স্বাস্থ্য

দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুর-দেওয়ানগন্জে ৬নং চিকাজানী ইউনিয়নের টাকিমারী গ্রামের ইসমাইলের মেয়ে,কাজলাপাড়ার মাহাদুল্লার
স্ত্রী মোছাঃ ইভা খাতুনের লাশ অদ্য দুপুর দুইটার সময়(আনু-মানিক) বাড়ির দুইশত গজ দুরে আখ ক্ষেতে পাওয়া যায়।
এলাকার লোকজনের মাধ্যমে জানা যায় যে,ইভা খাতুন তিন ছেলে এক মেয়ের জননী,কিছু দিন আগে তাহার দিতীয় ছেলে
ঢাকায় কাজ করতে গিয়ে মৃত্যু বরন করেন। এ শোক সইতে না পেরে , ইভা খাতুন দিনে দিনে মানষিক ভারসাম্য হারিয়ে
ফেলে কখন কোথায় যায়, কি বলে,আর কি খায়।সব তার খিয়াল খুশিমত।তার পরিবার সুত্রে যানা যায়,গত কাল দুপুর
থেকে নিখোজ,অনেক খুজা খুজির পর,অদ্য দুপুরে আখক্ষেতে পাওয়া যায় তার লাশ।
Comments
