অপরাধ, আজকের পত্রিকা, প্রচ্ছদ
একুশের বানী প্রত্রিকার গাজীপুর ব্যুরোর মারুফ আহম্মেদ কে বহিস্কারের নোটিস


একুশের বানী প্রত্রিকার গাজীপুর ব্যুরোর মারুফ আহম্মেদ কে বহিস্কারের নোটিস
পোস্ট করেছেন: বার্তা | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২০ , ১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,আজকের পত্রিকা,প্রচ্ছদ

অফিস ডেক্স ঃঃ
দৈনিক একুশে বাণীর প্রত্রিকার গাজীপুর ব্যুরো কার্যালয়ে কর্মরত মোবাইল করেসপন্ডেন্ট মারুফ আহাম্মদ কে মাদক সেবন ও মাদক বেচা কিনা, চাঁদাবাজি সহ নানা অভিযোগের কারনে দৈনিক একুশেবানী থেকে বহিস্কার করা হলো।
আজ থেকে মারুফ আহম্মেদ দৈনিক একুশে বাণীর প্রত্রিকার সাথে কোন রকম কার্যক্রম করতে পারবে না, যদি কোথাও পরিচয় দেয় বা লেনদেন করে,তাহলে কর্তৃপক্ষ কোন ধরনের দায় দায়িত্ব নিবে না। তিনি যদি দৈনিক একুশে বাণী প্রত্রিকার পরিচয় দেয় তাহলে তাকে আইনের হাতে তুলে দিন ও কর্তৃপক্ষকে অবহিত করুন।
আদেশক্রমে,
সম্পাদক ও প্রকাশক।
Comments
