

ইসলামপুরে ৫০পিছ ইয়াবা সহ ৩ মাদক কারবারী আটক
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২০ , ১২:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার,আজকের পত্রিকা,প্রচ্ছদ,প্রথম পাতা,ময়মনসিংহ বিভাগ

জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুর ৫০ পিছ ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়ার দিক নির্দেশনায় এসআই রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ইসলামপুর পৌর এলাকার তেঘুরিয়া গ্রাম অভিযান চালায়।
এ সময় মেলান্দহ উপজেলার ভালুকা গ্রামের গোলাম মোস্তফার পুত্র আল আমিন(৩০) মৃত-বাদশার পুত্র ভ’টু মিয়া(৩৫) ও বয়ড়াডাঙ্গা গ্রামের মৃত-হাছেন আলীর পুত্র আঃ ছালামকে (৩৫)কে ৫০পিছ ইয়াবা বড়ি ও একটি মটর সাইকেল সহ আটক করা হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রবিবার বিকালেই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Comments
