

ডিসেম্বরের মধ্যে ফরিদ মোস্তফার মামলা প্রত্যাহার করতে হবে: ফেনীতে বিএমএসএফ নেতৃবৃন্দ
পোস্ট করেছেন: বার্তা | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২০ , ১২:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,আজকের পত্রিকা,গনমাধ্যম,প্রচ্ছদ

অফিস ডেক্স ঃ
আগামী ডিসেম্বরের মধ্যে কক্সবাজারে পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার শিকার সাংবাদিক ফরিদুল মোস্তফার বিরুদ্ধে দায়েরকৃত ৬ টি মামলা প্রত্যাহারের পূন:দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ।
অন্যথায় জানুয়ারিতে দেশব্যাপী সারাদেশে মিথ্যা-হয়রাণীর শিকার সাংবাদিকদের পক্ষে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে কর্মসূচী গ্রহন করা হবে। এদিকে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক নির্যাতনককারী রাক্ষুসে সাংবাদিক চিহ্নিত করার ব্যাপারেও গুরুত্বারোপ করা হয়। একুশে সেপ্টেম্বর দুপুরে ফেনী জেলা কমিটি কর্তৃক আয়োজিত ফেনী জেলা শাখার সদস্য সাইফুদ্দিন সুমীর বিরুদ্ধে দায়েরকৃত গায়েবি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও ফেনী জেলা আহ্বায়ক কমিটির সাথে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর একথা বলেন।
স্থানীয় চাইনিজ রেস্তোরাঁ ক্রাউন ওয়েস্ট হল রুমে বিএমএসএফ ফেনী জেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সম্পাদক এসএম জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ খাইরুল আলম, ফেনী জেলা কমিটির উপদেষ্টা তমিজউদ্দিন, ফেনী জেলা কমিটির সদস্য-সচিব সাদ্দাম হোসেন গনি, যুগ্ন-আহবায়ক সিরাজ উদ্দিন দুলাল প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, নির্বাহী সদস্য কাজী সালাউদ্দিন নোমান, শারমিন সুলতানা মিতু, রিমি সরদার প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ সাংবাদিক সাইফুদ্দিন সুমির বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারের দাবি করা হয়।
Comments
