

পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারের ছবি দিয়ে ফেক আইডি ব্যবহার করে প্রতারনা.পুলিশ সুপারের সংবাদ সম্মেলন.দুই আসামী গ্রেফতার
পোস্ট করেছেন: বার্তা | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২০ , ৭:০৪ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার,আজকের পত্রিকা,প্রচ্ছদ

নিলফামারী জেলা প্রতিনিধি :
বাংলাদেশ পুলিশের ডিআইজি ও নীলফামারী জেলার পুলিশ সুপারসহ ৮ জন এসপি’র নামে ফেক আইডি ব্যাবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রটির প্রধান আসামী সহ দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে মোহাম্মদ মোখলেছুর রহমান পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ পুলিশের ডিআইজি ও বিভিন্ন এসপির ছবি ব্যাবহার করে ফেসবুকে ফেক একাউন্ট খুলে বিভিন্ন লোকজনের কাছে মামলার
ভয়ভীতি প্রদর্শন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। তাদের জব্দকরা একটি সিমকার্ড থেকে বিকাশের মাধ্যমে চার লাখ ২৩ হাজার টাকা আদায় করার প্রমাণ পাওয়া যায়।
গ্রেফতার কৃত আসামী হলেন মোঃ মোস্তাফিজুর রহমান বাবু (নীরব) পিতা সিরাজুল ইসলাম। তাকে জেলার সৈয়দপুর সুকটির মোড় এলাকা থেকে আটক করে। মোস্তাফিজুর রহমান বাবু নীরব বন্দর নগর হালিশহর চট্রগ্রাম জেলার বাসিন্দা। এছাড়াও তাকে সহযোগীতা করায় দিনাজপুর জেলার কাহারোল থানার সংরক্ষিত ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সুফিয়া বেগম স্বামী মৃত. আব্দুর রশিদ কে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।
Comments
