

নীলফামারীতে হাইটেক পার্ক ও শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি
পোস্ট করেছেন: বার্তা | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২০ , ৯:১৬ অপরাহ্ণ | বিভাগ: আজকের পত্রিকা,প্রচ্ছদ

নিলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারী জেলায় হাইটেক পার্ক ও শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।
আজ বৃহস্পতিবার সন্ধায় নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে দারোয়ানী টেক্সটাইল মিলস্ মাঠের হাইটেক পার্কের প্রস্তাবিত ১৫ একর জায়গা ও শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ২ একর জায়গা পরিদর্শন করেন।এর আগে সার্কিট হাউজে সুধি সমাজেল সাথে পার্কের বিষয়ে মতবিনিময় করেন মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম. পিপিএম,জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিদ মাহমুদ, সদর উপজেলা নিবার্হী অফিসার এলিনা আখতার, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ তামান্না, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেনসহ আরো অনেকে।
Comments
