

হালিশহরের এ ব্লক খাল পাড়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্বার
পোস্ট করেছেন: বার্তা | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২০ , ১০:২১ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,প্রচ্ছদ

চট্টগ্রাম মহানগরীর হালিশহর হাউজিং এস্টেট এ ব্লক খালের পাড়ে মিজানুর রহমান লিটন নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্বার করেছে হালিশহর থানা পুলিশ। আজ ভোরে এলাকাবাসীর খবর পেয়ে লাশ উদ্বার করা হয়। লাশের বুকের বাম পাশে এবং হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে হালিশহর থানার এস আই শাহেদ নিশ্চিত করেছেন।
পুলিশের ধারনা রাতের কোন এক সময় সন্ত্রাসীরা লিটনকে মেরে ফেলে যায়।
তবে কি কারনে কারা লিটনকে খুন করেছে তা পুলিশ নিশ্চিত নয় । তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত লিটন বরিশাল জেলার নলচিটি থানার শারদল গ্রামের আব্দুল লতিফের ছেলে। নিহতের বয়স ৫২ বছর ।
# মামুন আল রশিদ
Comments
