

শ্রীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার!
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২০ , ১১:১৮ অপরাহ্ণ | বিভাগ: আইন ও বিচার,ঢাকা বিভাগ,প্রচ্ছদ,স্বাস্থ্য

মোঃনাজমুল হোসেন শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে হাবিব রানা (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৫.অক্টোবর (রােববার) দুপুর.১২. টার দিকে তার ভাড়া বাসা ভাংনাহাটি মনির মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হাবিব রানা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আবুল কালাম শেখের ছেলে। তিনি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পােষাক কারখানায় কাজ করতেন।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানাে অবস্থায় হাবিবের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন । খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানাে হয়েছে।
এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপাের্ট পেলে জানা যাবে।
Comments
