

পবিত্র ঈদে মিলদুন্নবী দঃ মাহফিলে তৌহিদ শাহ আমির ভান্ডারীর আগমনে ভক্তদের ঢল
পোস্ট করেছেন: বার্তা | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১১, ২০২০ , ১:১৬ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,প্রচ্ছদ

[সীতাকুন্ড (চট্টগ্রাম) থেকে ফসিউল আলম খোকন]
আহলান সাহলান-
মারহাবা মারহাবা,
আওলাদে রাসুল আগমন -শুভেচ্ছা স্বাগতম।
গত ১০ নভেম্বর ২০২০ আন্জুমানে রহমানিয়া ছৈয়দিয়া আমির ভান্ডারী বগুলা বাজার এর পশ্চিম পাশে আরবান আলীর বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সঃ উদযাপন উপলক্ষে এক আজিমুশশান নূরানী মিলাদ মাহফিলের আয়োজন করা হয় উক্ত মিলাদ মাহফিলে
#মেহমানে আ’লা হিসেবে উপস্থিত ছিলেন
আমির ভান্ডার দরবার শরীফ এর অন্যতম উজ্জ্বল নক্ষত্র আওলাদে রাসুল হাদিয়ে জামান মুরশিদের বরহক হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মুহাম্মদ আবু ছৈয়দ শাহ আমির ভান্ডারী’র খেলাফত প্রাপ্ত গাউছিয়া রহমান মন্জিলে এর একমাত্র পীরে তরিকত মুরশিদে বরহক আওলাদে রাসুল হযরতুলহাজ্ব মাওলানা শাহসুফি সৈয়দ মুহাম্মদ তৌহিদ শাহ আমির ভান্ডারী এই সময় আরও উপস্থিত ছিলেন
#বিশেষ অতিথি হিসেবে – শাহজাদা আওলাদে রাসুল হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মুহাম্মদ মুনাওয়ার মিছবাহ সানজিদ শাহ আমির ভান্ডারী।
# প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেনঃ-
আন্জুমানে রহমানিয়া ছৈয়দিয়া আমির ভান্ডারী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সীতাকুণ্ড থানা কমিটির সভাপতি আহলে সুন্নত ওয়াল জামাত সীতাকুণ্ড উপজেলা সহ-সভাপতি আশেকে আমির জনাব মুহাম্মদ আবুল কাশেম আমিরী প্রকাশ (শাহ ছাহেব) আমির ভান্ডারী আর ও উপস্থিত ছিলেন ভাটিয়ারী হযরত হোসেন শাহ চিল্লা শরীফের সন্মানিত আওলাদে খাদেম হযরত আলহাজ্ব মুহাম্মদ আখেরুজ্জামান,.হাজী নেছার আহামদ আমিরী, মুহাম্মদ জামাল, মুহাম্মদ রনি, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ সুমন, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ সাগর, মুহাম্মদ নাজিম আক্তার আমিরী,মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ সোহেল,মুহাম্মদ মামুন, মুহাম্মদ হাসান,মুহাম্মদ শাহাদাত, মুহাম্মদ রহিম, মুহাম্মদ শিবলু, মুহাম্মদ ইকবাল,সহ অন্যন্যা আলেম ওলামায়েকেরাম গণ সহ উক্ত মাহফিলে হযরত তৌহিদ শাহ্ আমির ভান্ডারীর ভক্তদের ঢল নেমেছে।
মাহফিল পরিচালনা করেনঃ-
আন্জুমানে রহমানিয়া ছৈয়দিয়া আমির ভান্ডারী সীতাকুণ্ড থানা কমিটির, প্রচার সম্পাদক মুহাম্মদ সাকিব আমিরী।সহযোগিতা করেন হাফেজ মুহাম্মদ আকরাম হোসেন আমিরী।
আয়োজনেঃ- মুহাম্মদ সাইফুল, সার্বিক সহযোগিতা মোচ্ছাম্মদ রেজিয়া মেম্বার সহ যাদের মাধ্যমে মাহফিলের আয়োজন হয়েছে তাদের সকলকে আন্জুমানে রহমানিয়া ছৈয়দিয়া আমির ভান্ডারী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
#প্রচারেঃ আন্জুমানে রহমানিয়া ছৈয়দিয়া আমির ভান্ডার সীতাকুণ্ড থানা কমিটি।
Comments
