

শ্রীপুর পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকের মনোনয়ন জমা দিয়েছেন আলহাজ্ব মোঃ আনিছুর রহমান
পোস্ট করেছেন: বার্তা | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২০ , ১১:০৯ অপরাহ্ণ | বিভাগ: আজকের পত্রিকা,নির্বাচন,প্রচ্ছদ

মোবারক হোসেনঃ
ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শ্রীপুর পৌরসভার বার বার নির্বাচিত মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আনিছুর রহমান দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন জমা দিয়েছেন।
(১ ডিসেম্বর)মঙ্গলবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রীপুর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে নৌকা প্রতীকের মনোনয়ন জমাদান কাজ সম্পন্ন করেছেন। এসময়ে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। এদিকে শ্রীপুর পৌর ৭ ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদে আমজাদ হোসেন বি এ মনোনয়ন জমাদান কাজ সম্পন্ন করেছেন, এবং ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদে মোহাম্মদ হাবিবুল্লাহ মনোনয়ন পত্র জমাদান কাজ সম্পন্ন করেছেন।
Comments
