

গাজীপুর মহানগরের গাছায় ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ৪ | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২০ , ২:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,আজকের পত্রিকা,প্রশাসন

গাজীপুর প্রতিনিধি ঃ
আজ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় গাছা থানাধীন উত্তর খাইলকুর সাকিনস্থ টিনের মসজিদ রোড মা-বাবা জেনারেল স্টোরের সামনে নির্মানাধীন রাস্তার উপর ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিতেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ জনাব মোঃ ইসমাইল হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী এর নির্দেশ ক্রমে অত্র থানা এলাকায় মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত থাকা এএসআই (নিঃ)/ শরিফুল ইসলাম ও সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ)/ ফয়সাল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ০১। মোঃ নিজাম মিয়া ওরফে রাব্বী (৩২), পিতা- মৃত নাছিম মিয়া, সাং- উত্তর খাইলকুর, হিন্দু বাড়ীর মোড়, থানা- গাছা, গাজীপুর মহানগরকে“১৬০ (একশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
তাহার বিরুদ্ধে গাছা থানার মামলা নং- ১৫, তারিখ- ১৬/১২/২০২০, ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্র আইন ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামী কোথা হতে মাদক আনয়ন করতো এবং কোথায় কোথায় বিক্রয় করতো সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে।
Comments
