

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করলেন এমপি রবি
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ৪ | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২০ , ১২:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: আজকের পত্রিকা,খুলনা বিভাগ,জাতীয়

আব্দুল্লাহ আল মামুন:
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে সাতক্ষীরায় মহান বিজয় দিবসের কর্মদিবসের সূচনা করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে শহরের খুলনা রোড মোড়ে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।
এসময় এমপি রবি বলেন, মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী-সন্তানহারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ৯ মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয় দিবস।
আজ থেকে ৪৯ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করছে দেশের বীর সন্তানদের।
এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্য ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Comments
