

ময়মনসিংহ বেতারে সংবর্ধিত হলেন ড. মির শাহ আলম
পোস্ট করেছেন: বার্তা | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২০ , ১১:২১ অপরাহ্ণ | বিভাগ: গনমাধ্যম,প্রচ্ছদ,বিনোদন,সিলেট বিভাগ

বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম এর চাকুরী থেকে অবসর উপলক্ষে ময়মনসিংহ বেতার কেন্দ্রের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৫ ডিসেম্বর ২০২০, শুক্রবার সকালে বেতারের সভা কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ বেতার, ময়মনসিংহ কেন্দ্র। কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মাহফুজুল হকের সভাপতিত্বে ও নিজস্ব শিল্পী মিয়া মাসুম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি ও অনুষ্ঠানের মধ্যমনি বেতার ব্যক্তিত্ব বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বেতারের উপ-পরিচালক সাইদুর রহমান সাঈদ, জাকিরুল ইসলাম, শেখ মাহাবুবুল হোসেন রাজীব, মোহাম্মদ রাফিউল করিম; আঞ্চলিক প্রকৌশলী (দায়িত্বে) ইলিয়াছ কাঞ্চন; ময়মনসিংহ বেতারের নাজনিন নাহার, আবুল কালাম আজাদ, সুদীপ রায়, নাহিদ মন্ডল, মো. বদরুল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন; শ্রোতা প্রতিনিধি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, ময়মনসিংহ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান, টাঙ্গাইল জেলা শাখার সদস্য সজীব ভৌমিক, গাজীপুর রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি মো. শহীদুল কায়সার লিমন, ময়মসিংহ গৌরিপুরের শ্রোতা আবুল কালাম প্রমুখ।
আলোচনা সভা শেষে ড. মির শাহ আলমকে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম সকালে ময়মনসিংহে পৌঁছালে প্রথমে তাকে ফুলের মালা দিয়ে ময়মনসিংহে স্বাগত জানান সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ময়মনসিংহ গফরগাঁও উপজেলা ও টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ।
Comments
