

ওব্যাট হেল্পার্স চট্টগ্রামের দুস্থ ১৬৫০ পরিবারের মাঝে কম্বল বিতরন
পোস্ট করেছেন: বার্তা | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৫, ২০২১ , ১২:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,প্রচ্ছদ,সংগঠন সংবাদ

ওব্যাট হেল্পার্স চট্টগ্রামের দুস্থ ১৬৫০ পরিবারের মাঝে কম্বল বিতরনের কার্যক্রম সেগুন বাগানস্থ ওব্যাট জুনিয়র হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক ও শিক্ষানুরাগী এরশাদুল আমিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনতা টিভির চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মোহাম্মদ হোসেন বাদল, বিশিষ্ট সমাজ সেবক ও পি এইচ আমিন একাডেমির ৮২ ব্যাচ এর ছাত্র মোহাম্মদ আরেফিন কাজল, নার্চার প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও পি এইচ আমিন একাডেমির ৮২ ব্যাচ এর ছাত্র আনোয়ারুল আজিম জসিম, বিশিষ্ট সমাজ সেবক ও পি এইচ আমিন একাডেমির ৮২ ব্যাচ এর ছাত্র মোহাম্মদ ইকবাল।
অনুষ্ঠানে সভাপত্বিত করেন সোহেল আক্তার খান- প্রোগ্রাম ম্যানেজার- ওব্যাট বাংলাদেশ। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন, প্রজেক্ট অফিসার মোস্তাক, শিক্ষা অফিসার মনজুর আলী, স্কুলের সকল শিক্ষক ও শিক্ষিকা সহ ওব্যাট থিঙ্ক ট্যাঁক সদস্য বৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওব্যাট প্রাইমারী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ইশরাত পারভিন।
উল্লেখ থাকে ইতিপূর্বে হালিশহর, ফিরোজশাহ ও রৌফাবাদে কম্বল বিতরণ সম্পন্ন করা হয়।
Comments
