

গাজীপুর সিটির উন্নয়ন দেখে মুগ্ধ — মন্ত্রী তাজুল ইসলাম
পোস্ট করেছেন: বার্তা বিভাগ ৪ | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৭, ২০২১ , ১২:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: আজকের পত্রিকা,প্রচ্ছদ,রাজনীতি

ইমন খানঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন চিত্র স্বচোখে দেখে মুগ্ধ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
সাংবাদিকদের কাছে গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম এর প্রশংসা করে বলেন, মেয়র জাহাঙ্গীর আলম অনেকগুলো রাস্তা পরিদর্শন করার ব্যাপারে সহযোগিতা করেছেন। মন্ত্রী আরো বলেন, নির্মানাধীন অনেক রাস্তা ও ড্রেনের কাজ চলছে,আমাদের মেয়র এলাকার মানুষের সাথে সমন্বয় করে ও তাদের সহযোগিতায় রাস্তাগুলো অনেক প্রসস্থ করতে সক্ষম হয়েছেন। আমি দেখে মুগ্ধ হয়েছি। তিনি আরো বলেন,এতগুলো কাজ একসাথে চলছে গাজীপুর সিটিতে দেখে আমার অনেক ভালো লেগেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজবাউল হক, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
Comments
