

গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি মহানগর ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পোস্ট করেছেন: নিউজ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২১ , ৯:৩১ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা,ঢাকা বিভাগ,প্রচ্ছদ

মোঃ সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদক গাজীপুর :
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম বলেছেন, হৃত গৌরব ফিরে পেতে পাড়ায় পাড়ায় ফুটবল খেলার আয়োজন খুবই জরুরী। এ ধরনের ছোট আয়োজনের মধ্য দিয়ে আমার মতো আসলামের জন্ম হয়েছিল। এ খেলা থেকে যুবসমাজের অবক্ষয় রোধ হবে, যুবসমাজ সুন্দর জীবন ও গতি ফিরে পাবে।
মঙ্গলবার বিকেলে শেখ আসলাম গাজীপুর জেলা তরুণ সংঘের আয়োজনে গাছা বঙ্গবন্ধু কলেজ মাঠে সাতদিন ব্যাপী জাতীয় নেতা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি গাজীপুর মহানগর ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রধান অতিথি হয়ে ওই টুর্নামেন্ট উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল্লা আল মামুন মন্ডল। এসময় বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম, সে¦চ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ফয়সাল আহসান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন মহি, প্রয়াত আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই নূরুল ইসলাম পাঠান, মহানগর আওয়ামীলীগের সদস্য মো. আক্রাম হোসেন সরকার ।
৭দিনের এই টুর্ণামেন্টে গাজীপুর মহানগরের গাছা,পূবাইল, টঙ্গী, কাশিমপুর, কাউলতিয়া, বাসন, জয়দেবপুর ও কোনাবাড়ি এলাকার ৮টি দল অংশ নেবে। উদ্বোধনী দিনে গাছা ও পূবাইল দল খেলায় অংশ নেয়। আগামী ১৯ ফেব্রুয়ারি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে কথা রয়েছে।
Comments
